Advertisement

Bimal Gurung: পৃথক রাজ্য চান না বিমল গুরুং? হঠাত্‍ উল্টো সুর!

পৃথক রাজ্যের দাবি থেকে সরে গেলেন বিমল গুরুং। এবার পাহাড় সমস্যার সমাধানে বিমল গুরুংয়ের মুখে বড়োল্যান্ড। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি করে আসা গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং বলছেন, পাহাড় সমস্যার সমাধান হতে পারে বড়োল্যান্ডের ধাঁচে। তাঁর দাবি, তিনি সেপ্টেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। তিনি ত্রিপাক্ষিক বৈঠক ডাকবেন বলে আশ্বস্ত করেছেন। বস্তুত, বড়োল্যান্ড বা বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন হল আসামের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। পাঁচটি জেলা নিয়ে বড়োল্যান্ড সৃষ্টি হয়েছে। সেইগুলি হল যথাক্রমে কোকড়াঝাড় জেলা, বাক্সা জেলা, ওদালগুড়ি জেলা, চিরাং জেলা এবং তামুলপুর জেলা।

Advertisement
POST A COMMENT