Advertisement

Biman Bose On Jadavpur: '70 দশকেও Ragging ছিল', যাদবপুর নিয়ে প্রতিক্রিয়ায় বললেন বিমান বসু

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে Ragging কাণ্ডে মার্কসবাদীদের নাম করে সুকৌশলে বিষয়টির মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে খড়দহে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অত্যন্ত নিন্দাজনক। খড়দহে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এই দাবি করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিন বলেন 'যে ঘটনা ঘটেছে সেটি ঠিক হয়নি। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। 70- এর দশকের SFI তৈরির সময়কার কথা বলে বলেন তখন আমাদের বক্তব্য ছিল স্টাডি অ্যান্ড স্ট্রাগল।

Biman Bose On Jadavpur

Advertisement