Advertisement

'তাড়িয়ে দেওয়া হলে দাদু যাবে কোথায়?' SIR আতঙ্কে 'আত্মঘাতী' Birbhum এর 95 বয়সী বৃদ্ধ

উত্তর ২৪ পরগনার পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজারে আত্মহত্যার ঘটনা। নেপথ্যে এসআইআর আতঙ্ক। ৯৫ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতের নাম ক্ষিতীশ মজুমদার। পরিবারের সদস্য নির্মলা মজুমদার জানান,'দাদু টেনশনে ছিল। দাদুকে তাড়িয়ে দেওয়া হবে, দাদু কোথায় যাবে! এই টেনশনে দাদু আত্মঘাতী হয়েছে'।

Advertisement
POST A COMMENT