Advertisement

Birbhum Anubrata Mondal Durga Puja: কেষ্টহীন দুর্গা পুজো, অনুব্রতর বাড়ির পুজোয় কাজল শেখ

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের নানুরের হাটসিরান্দি গ্রামে তাঁর পরিবারের সঙ্গে পুজোয় সৌজন্য সাক্ষাৎ করলেন একদা অনুব্রত মণ্ডল বিরোধী বলে পরিচিত তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। গ্রেফতার হয়েছেন অনুব্রত মন্ডল। তাঁর বোলপুরের বাড়ি এখন শুনসান। ঠিক একই অবস্থা তাঁর নানুর ব্লকে হাটসিরান্দির আদি বাড়িরও । কারণ অনুব্রত মন্ডল ঢেলে সাজিয়েছিলেন তাঁর গ্রামকে। এছাড়াও 4 দিন সেই গ্রামের বাড়িতে থেকেই ধুমধাম করে দুর্গাপুজো করতেন অনুব্রত। পুজোয় জামা কাপড় দিতেন গ্রামবাসীদের।

Birbhum Anubrata Mondal Durga Puja

TAGS:
Advertisement