Advertisement

Street Dogs: পথকুকুরদের তাড়া খেয়ে পালাল ডাকাতরা, বীরভূমের CCTV ফুটেজ VIRAL

পথপুকুরের তাড়া খেয়ে পালাল ডাকাত। ডাকাতের হাত থেকে রক্ষা পেল এলাকা। বীরভূমের মুরারই রাজগ্রাম পূর্ব বাজারে ডাকাতি করতে আসে ৬ জনের ডাকাত দল। তারা টর্চের আলো জ্বেলে মাথায় হেলমেট পরে এলাকায় আসে । কিন্ত এদের দেখে চিৎকার করতে থাকে রাস্তায় থাকা একটি কুকুর। জানা গিয়েছে, সেই কুকুরের আওয়াজে ছুটে আসে এলাকার আরও কয়েকটি কুকুর। সমস্ত কুকুর একসঙ্গে ধাওয়া করতে থাকে ডাকাতদের পিছনে। এরপরই প্রাণ বাঁচাতে প্রাণপণে দৌড় শুরু করে ছয় ডাকাত। শেষ পর্যন্ত কুকুরদের চিৎকারে পালাতে বাধ্য হয় সশস্ত্র ডাকাত দল। ঘটনার তদন্তে নেমেছে মুরারই থানা ৷ যদিও এই কুকুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কুকুরদের বাহবা দিতে শুরু করেছেন নেটিজেনরা। সংবাদদাতা: শান্তনু হাজরা

Advertisement
POST A COMMENT