এসআইআর আতঙ্কে এবার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার হিড়িক। ঘটনাটি বীরভূমের ইলামবাজারের বাধপাড়া, নীচুপাড়ার। গ্রামবাসী ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়েছেন। তাঁরা বলছেন,'আগেভাগে টাকা তুলে নিয়েছি। অন্তত না খেয়ে মরব না'।