scorecardresearch
 
Advertisement

Bird Flu West Bengal: বাংলায় বার্ড ফ্লু আক্রান্ত ৪ বছরের শিশু, উপসর্গ কী?

Bird Flu West Bengal: বাংলায় বার্ড ফ্লু আক্রান্ত ৪ বছরের শিশু, উপসর্গ কী?

পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ল। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) জানিয়েছে রাজ্যে ৪ বছর বয়সী এক শিশুর দেহে H9N2 ভাইরাস মিলেছে। বহু বছর পর এই প্রথম ফের বার্ড ফ্লুতে মানুষের সংক্রমণ ধরা পড়ল। ফেব্রুয়ারিতে একটানা গুরুতর শ্বাসকষ্ট, ভীষণ জ্বর এবং পেটে ব্যথায় কাহিল হয়ে পড়েছিল ৪ বছরের একরত্তি শিশু। পরিস্থিতি এমনই হয় যে তাকে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) ভর্তি করতে হয়। প্রায় ৩ মাস পরে রোগ ধরা পড়ে। আসলে বার্ড ফ্লু-এর কেস সচরাচর না আসায় প্রথমে এটা ভাবতেই পারেননি চিকিৎসকরা। তবে শেষ পর্যন্ত বার্ড ফ্লু শনাক্ত হতেই দ্রুত সেই মতো চিকিৎসা করা হয়। তারপর সে সুস্থ হয়ে ওঠে। হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে বলে জানিয়েছে WHO।

Advertisement