Advertisement

Mid Day Meal-এ বিরিয়ানি, সঙ্গে পায়েসও

মিড ডে মিল নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে পড়ুয়াদের স্কুলমুখী করতে মিড ডে মিলও এনকেটা বড় ভূমিকা পালন করতে পারে। পড়ুয়ারা যাতে ভালো থাকে, হাসি খুশী থাকে, তার জন্য মিড ডে মিলে দেওয়া হচ্ছে বিরিয়ানি। বাসন্তীর ভাঙনখালি অবৈতনিক প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও মিড ডে মিলে বিরিয়ানি পেয়ে বেজায় খুশী। শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সঙ্গে রয়েছে পায়েসও।

biriyani surved in west bengal primary school mid day meal

Advertisement