Advertisement

Biryani Reduces Virility: বিরিয়ানি খেয়ে কমে যাচ্ছে পুরুষত্ব, দাবি কোচবিহার পুরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষের

বিরিয়ানি খেয়ে কমে যাচ্ছে পুরুষত্ব। এমন অভিযোগ করলেন কোচবিহার পুরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর নির্দেশে দু'টি বিরিয়ানির দোকান বন্ধ করে দিয়েছে পুরসভা। কোচবিহারের শনি মন্দির সংলগ্ন দুটি বিরিয়ানির দোকান নিয়ে অভিযোগ পেয়েছিলেন রবীন্দ্রনাথ। শনিবার সেখানে গিয়ে বচসার মুখে পড়েন। তাঁকে বাধা দেন কয়েক জন মহিলা। পরে ওই দুটি দোকান বন্ধ করে দেয় পুরসভা।

Biryani Reduces Virility Says, Cooch Behar TMC Leader Rabindranath Ghosh

Advertisement
POST A COMMENT