Advertisement

Nadia News: মমতার TMCতে যোগ, গঙ্গার ঘাটে জীবিত প্রধানের শ্রাদ্ধ করল BJP!

BJP ছেড়ে TMC-তে যোগদান করায়, গঙ্গার ঘাটে জীবিত প্রধানের শ্রাদ্ধ করল BJP। গত ২০ শে জুলাই, শান্তিপুর ব্লকের অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তৃণমূলের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরই একাধিকবার প্রধানের অপসারণ চেয়ে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এবার জীবিত প্রধানের আদ্যশ্রাদ্ধ ও পরলৌকিক ক্রিয়া করল বিজেপি কর্মীসমর্থকরা। এদিন শান্তিপুর ফুলিয়া বয়ড়া গঙ্গা ঘাটে এই পরোলৌকিক ক্রিয়া ও শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। রীতিমতো পুরোহিত ডেকে হিন্দু আচার মেনে করা হয় এই অনুষ্ঠান।

Nadia News

Advertisement