Advertisement

VIDEO: তড়িৎ বরন তোপদারের সাথে সাক্ষাৎ করলেন অর্জুন সিং, জল্পনা তুঙ্গে

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান সিপিআইএম নেতা তড়িৎ বরন তোপদারের ব্যারাকপুর মসজিদ রোডের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং। দুই রাজনীতিবিধের সাক্ষাতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা কিন্তু তড়িৎ বরন তোপদার ও অর্জুন সিংয়ের বক্তব্য পারিবারিক একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই উপস্থিত হয়েছিলেন অর্জুন সিং।

bjp leader Arjun Singh met cpim leader Tarit Baran Topdar

Advertisement