একদিন পর মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে ভোট। শেষ দিনের প্রচারে মেদিনীপুরে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে প্রচারের একেবারে শেষ লগ্নে মেদিনীপুরে মহা মিছিলে দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী। বিজেপি মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপাই বাজার, রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নরওয়েতে যাওয়া প্রসঙ্গকে কটাক্ষ করেন। তিনি বলেন সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন।