Advertisement

Dhamakhali Incident: সন্দেশখালির পুলিশ অফিসারকে 'খালিস্তানি' অপবাদ? ঠিক কী ঘটেছিল, দেখুন

ধামাখালিতে এক পুলিশ অফিসারের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন বিজেপি নেতা-কর্মীরা। ঘটনার সূত্রপাত ধামাখালিতে। মঙ্গলবার সকালে সন্দেশখালি যাওয়ার উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী। তবে ধামাখালিতে তাঁর পথ আটকে দেয় পুলিশ। সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকেন শুভেন্দু। তার মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ আসে, শুভেন্দু সন্দেশখালি যেতে পারবেন। এদিকে শুভেন্দু সন্দেশখালি যেতে চাইলেও তাঁকে যেতে বাধা দেয় পুলিশ। তাদের তরফে জানানো হয় কোর্টের নির্দেশ এখনও আসেনি তাঁদের কাছে। তখনই এক আইপিএস অফিসারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। তখনই কেউ খালিস্তানি বলেন অভিযোগ। আর তাতে রেগে যান সেই কর্তব্যরত পুলিশ অফিসার।

Advertisement
POST A COMMENT