Advertisement

Suvendu Adhikari: ‘বাঘ ছেড়ে দেওয়া যায় না, কান নয়-চোখ দিয়ে দেখুন’ মমতাকে পাল্টা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওড়িশা বাঘ ছেড়ে দিচ্ছে বাংলায়। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'বাঘ কখনও ছেড়ে দেওয়া যায় না, মুখ্যমন্ত্রী অনেক বারই ফাউল টক করেন, কয়েকদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছিলেন, ষাট বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ষাট বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন উনি জানলেন কী করে। এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলব, আপনি কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন, আপনার কাছ থেকে মানুষ এধরণের কথা আশা করে না। আপনার অনেক বয়স হয়েছে, সত্তরোর্ধ হয়ে গেছেন, আপনি এধরণের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি ওড়িশার লোক খিল্লি করে...পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে'।

Advertisement
POST A COMMENT