ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে স্লো পয়জন করে মারা হয়েছিল সেভাবেই বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় দাসকে মারা হতে পারে। আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। এর জবাবে শুভেন্দু অধিকারী বলেন, জ্ঞান না দিয়ে ৬০০ কিমি জমি BSF দেওয়া হোক।