scorecardresearch
 
Advertisement

Suvendu Adhikari on Netaji Statue: নেতাজিকে মর্যাদা দেওয়ায় মোদীজিকে নিয়ে গর্বিত: শুভেন্দু

Suvendu Adhikari on Netaji Statue: নেতাজিকে মর্যাদা দেওয়ায় মোদীজিকে নিয়ে গর্বিত: শুভেন্দু

৭৫ বছর পর নেতাজিকে মর্যাদা দেওয়ার জন্য মোদীজিকে নিয়ে আমরা গর্ব অনুভব করছি। এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নদিয়ার হরিনঘাটায় গিয়ে তিনি বলেন,''নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষে এত দুঃখ , কষ্ট, যন্ত্রণা, বেকারত্ব থাকত না। দেশবিরোধী কাজ বন্ধ হয়ে যেত।'' সেই সঙ্গে শুভেন্দু স্মরণ করিয়ে দেন, মোদী জমানাতেই সম্মান পাচ্ছেন নেতাজি। তাঁর কথায়,''মোদীজিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি একটি দ্বীপের নাম সুভাষচন্দ্রের নামে করেছেন। আজাদ হিন্দ ফৌজের ৭৫ বছর উদযাপন করেছেন লালকেল্লায়। নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের রাজধানীতে ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুকে সম্মান মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করছেন। বাঙালি হিসেবে নেতাজিকে নিয়ে আমরা গৌরব অনুভব করি। স্বাধীনতার ৭৫ বছর পর নেতাজিকে সম্মান দিচ্ছেন মোদীজি। সেজন্য মোদীজিকে নিয়েও গর্ব অনুভব করছি।''

Suvendu Adhikari thanked PM Narendra Modi For Netaji statue installation in India Gate, Delhi

Advertisement