Advertisement

Breaking News: শুভেন্দু গড়ে ভোটে ফের হারল BJP, সঙ্গে হারল TMC শত্রু বাম

পূর্ব মেদিনীপুরের পুলশিটার পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে রাম বাম জোটকে পরাস্ত করে সমবায় দখল করল তৃণমূল। রবিবার, ১৪ জানুয়ারি, রবিবার পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েতের পুলশিটা পল্লিশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ভোট ছিল। ভোটের ফলে দেখা গেল বাম-বিজেপি জোটকে হারিয়ে সেখানে ফের ক্ষমতা দখল করেছে শাসকদল তৃণমূল। সমবায় নির্বাচনে মোট আসন ছিল ১২ টি। সেখানে তৃণমূল প্রার্থী দেয় ১২ টিতে। বিজেপি প্রার্থী দেয় ৮ টিতে। এবং সিপিএম প্রার্থী দেয় ৮ টিতে। রবিবার সকাল থেকে ভোটগ্রহণ চলে কড়া নিরাপত্তায়। পুলিশি সক্রিয়তা ছিল যথেষ্টই।

BJP Lost Cooperative election at nandigram

TAGS:
Advertisement