শিলিগুড়ির স্টেশন ফিডার রোড সম্প্রসারণের কাজ চলছে। আর সেই কাজ করার সময় হনুমান মন্দিরের একটি দাওয়াল ভেঙ্গে যায়। আর তারপরেই তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে শহরের বিভিন্ন মন্দির, বিশেষ করে এসএফ রোডের হনুমান মন্দির রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি। হনুমান চালিশা পাঠ করে প্রতিবাদ দেখায় বিজেপি।
BJP Protest in Siliguri feeder road expansion work causes wall collapse at hanuman temple