“দিল্লিতে নেতাজির মূর্তি শুধু বাঙালির নয় ভারতবাসীর গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দিল্লির বুকে জ্বলজ্বল করবে এই গৌরব শুধু বাঙালির নয়, সারা ভারতবাসীর।” দিল্লিতে নেতাজির মূর্তি বসানো প্রসঙ্গে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রীর রাজারহাটে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রতিশ্রুতি প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তা এখনও রক্ষা হয়নি। উনি যে কোন কিছুরই শিলন্যাস করার জন্য এক্সপার্ট।” অন্যদিকে মদন মিত্র প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “তিনি এতদিন ফেসবুকে ভেসে ভেসে বেঁচে ছিলেন। এখন দিদিমণিকে নরম করে পুরস্কার অর্থাৎ মন্ত্রিত্ব পাওয়ার চেষ্টা করছেন।”
Sukant Majumder thanked PM Narendra Modi For Netaji statue installation in India Gate, Delhi