Advertisement

Sukanta Majumdar: 'দানা' এলে পশ্চিমবঙ্গের TMC নেতাদের দানাপানি হত, কটাক্ষ সুকান্তর

ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফলের সময় মুখ্যমন্ত্রীর নবান্নের রাত্রিযাপন নিয়ে এবার কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন মালদায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর নবান্ন শুয়ে থাকলেন না বাড়িতে শুয়ে থাকলেন, তাতে পশ্চিমবঙ্গবাসীর কি যায় আসে। পশ্চিমবঙ্গবাসী তাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, " তৃণমূল নেতাদের তো মাথায় হাত পড়ে গিয়েছে। যে ঘূর্ণিঝড় দানা এদিকে এল না, ওড়িশাতে চলে গেল। দানা যদি আসতো তাহলে দানাপানি হত। এখন তো তৃণমূল নেতাদের দানাপানি বন্ধ হয়ে গেছে।”

Advertisement
POST A COMMENT