'লিপস্টিক-পারফিউমের লোভে সংসদের লগ-ইন আইডি দিয়ে দেন', নাম না করে শনিবার কৃষ্ণনগরের জনসভা থেকে কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহুয়া মিত্রকে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপাতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, 'আজ ভাবতে অবাক লাগে, মাননীয়া মুখ্যমন্ত্রী এখান থেকে একজনকে সাংসদ করেছিলেন। তিনি বলেন, মা কালী নাকি মদ খায়, আর মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন। লজ্জা লাগে এমন মুখ্যমন্ত্রীর জন্য। আমি তীব্র ধিক্কার জানাই মুখ্যমন্ত্রীকে, যে আপনি একজন সাংসদ একথা বলার পর আপনারা চুপ করে থাকেন।' এরপর সুকান্ত আরও বলেন, 'আজ ভাবতে অবাক লাগে, একজন সাংসদ সামান্য কিছু পয়সার লোভে, পয়সার লোভে, পাউডারের লোভে, বিদেশি কোম্পানির বিভিন্ন পারফিউমের লোভে তাঁর যে লগ-ইন আইডি, সাংসদের, সেটা অন্য লোককে দিয়ে দেয়। বিদেশ থেকে একজন সাংসদের লগ-ইন আইডিতে প্রবেশ করে। আজ সাংসদ এমন একজনকে, সাংসদের পদ থেকে সরিয়ে দিয়েছে, তারপরেও তাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়ে রেখেছেন। ভেবেছেন এখানে ৪০% এক বিশেষ সম্প্রদায়ের ভোট আছে বলে এখান থেকে জিতে যাবেন।'