ঊর্ধ্বমুখী আলু বীজের দাম এবং রাসায়নিক সারের কালোবাজারিতে মাথায় হাত আলু চাষীদের। এমনই ছবি ধরা পড়েছে বাঁকুড়া জেলার কোতুলপুর, জয়পুর সহ বেশ কিছু এলাকায়। ১০-২৬-২৬ফার্টিলাইজারের সরকারি দাম ১৪৭০ টাকা, সেখানে চাষীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১৯৫০ টাকা। রাসায়নিক সারের এই কালোবাজারিতে স্থানীয় এগ্রিকালচার অফিসার ও প্রশাসনের উদাসীনতায় অসহায় হয়ে পড়েছেন আলু চাষিরা।
Black market of chemical fertilizers is going on in Bankura