দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। দত্তপুকুর বিস্ফোরণে কাণ্ডে NIA তদন্তের দাবি তুলল রাজ্য বিজেপি। বিস্ফোরণস্থলে জানা যাচ্ছে দত্তপুকুর বিস্ফোরণে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেআইনি বাজি কারখানার মালিক কেরামত আলি ও তাঁর ছেলের। আর এর মাঝেই সামনে এল গ্রেফতারির খবর। জানা যাচ্ছে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শফিক আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। প্রাথমিক ভাবে খবর, নিহত কেরামত আলির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালাত শফিক। সোমবার সকালেও শরীরের কিছু অংশ পাওয়া গেছে বিস্ফোরণস্থল থেকে।