শুনলেন তো? একজন BLO বলছেন যদি আমার জীবনটাই চলে যায় তাহলে চাকরি করে কি করব? SIR-এ ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষোভে রেগে বিস্ফোরক মন্তব্য করছেন একজন BLO। SIR-এর কাজ করতে গিয়ে যদি জীবনটাই চলে যায় তাহলে কীভাবে কাজ করবেন BLO-রা, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু ভাবুন BLO-রা কী ভয়ানক অভিযোগ করেছেন।
BLO expresses frustration over SIR work