Advertisement

Jalpaiguri: BLO মায়ের সই জাল করে SIR করতে দুয়ারে হাজির ছেলে! ক্ষেপে রাস্তায় নেমে জনতার বিক্ষোভ!

মা BLO অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে বিএলও- মায়ের সই নকল করে SIR Form সই করে ফর্ম জমা নেওয়ার কাজ করছে। ঘটনায় Jalpaiguri সদর ব্লকের গড়ালবাড়ি খান সাহেব পাড়া ১৮০ নম্বর বুথ এলাকায় হৈ চৈ পড়ে গিয়েছে। SIR-এর কাজে বিএলওদের লালা গাফিলতির অভিযোগ উঠেছে। কিন্তু এভাবে বিএলওর সই জাল করে ফর্ম দেওয়ার বিষয়টি নজিরবিহীন। এটাকে রীতিমতো জালিয়াতি বলেই মানছেন স্থানীয় ভোটাররা।

BLO forges mother's signature on SIR form in Jalpaiguri

Advertisement