Advertisement

Birbhum: এবার বীরভূম, উদ্ধার একই পরিবারের ৩ জনের দেহ!

বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজার পাড়ায় এলাকায় উদ্ধার হল একই পরিবারের তিন জনের মৃতদেহ। মৃতেরা সম্পর্কে মা এবং ছেলে-মেয়ে। মৃতদের নাম লক্ষ্মী মার্ডি(২৫), রুপালি মার্ডি (১০), অভিজিৎ মার্ডি (৫)। সকালে বাড়িতে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। খবর দেওয়া হয় মহম্মদবাজার থানার পুলিশকে। লক্ষী মার্ডির স্বামী লালু মার্ডি দুর্গাপুরে কাজ করেন। কী কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

TAGS:
Advertisement
POST A COMMENT