Advertisement

North 24 Parganas: BJP নেতা নাকি 'কান কাটা লোক', তাই তাঁর রান্নাঘর ভেঙে দিল TMC?

পঞ্চায়েত ভোট শেষ কিন্তু তৃণমূল ও বিজেপির মধ্যে মারধর যেন থামছেই না। বিজেপি নেতাকে মারধরের পাশাপাশি নাকি তাঁর রান্নাঘরও ভেঙে গুড়িয়ে দেয় তৃণমূল কর্মীরা। এই ঘটনা উত্তর 24 পরগনার বনগাঁর চৌধুরী এক গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর এলাকার। আহত ওই বিজেপি নেতার নাম বাবুরাম বিশ্বাস ৷ তিনি বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ স্থানীয় সূত্রের খবর, বিজেপি নেতা বাবুরাম বিশ্বাসের বাড়ির পাশ থেকে তৃণমূলের বিজয় মিছিল যাচ্ছিল। অভিযোগ, সেই সময় গাড়ি দিয়ে বিজেপি নেতার বাড়ির রান্না ঘর ভেঙে দেয় তৃণমূল নেতাকর্মীরা। তিনি বাধা দিতে গিলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

Bongaon BJP Leader Beaten

TAGS:
Advertisement