Advertisement

Dhupguri By Election 2023: কড়া নিরাপত্তায় চলছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণ ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। এদিন ভোট করাচ্ছেন মোট ১২০০ জন ভোটকর্মী। ভোটে ব্যবহার করা হচ্ছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভারতে আজ ৭টি আসনে উপনির্বাচন চলছে। INDIA জোট বনাম NDA জোটের কড়া টক্কর।

Advertisement
POST A COMMENT