কলকাতা হাইকোর্ট ভুয়ো ডাক্তারের বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। ২৬ মে ২০২১ এ, মলি সাহা হালদার নামের তরুণীকে করোনা সংক্রমণের কারণে ভর্তি করানো হয়েছিল বালির এক নার্সিংহোমে। তাঁর চিকিৎসার সময় ভুয়ো হিসাবে চিহ্নিত হওয়া এক ডাক্তারের কারণে তাঁর মৃত্যু হয়। অভিযোগ দায়ের করেছে পরিবার।
Calcutta High Court on fake doctor case