Advertisement

Mamata Banerjee: মমতার বিরোধিতায় বাংলাদেশের সঙ্গে ফরাক্কা চুক্তিও কি ভেস্তে যাওয়ার মুখে? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল

আবার ফরাক্কা নিয়ে সমস্যা। ফরাক্কা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাবে। নতুন করে আবার করতে হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। কিন্তু বাদ সাধছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, চুক্তি হয়েছে একতরফা। রাজ্য এই চুক্তি মানবে না। একযুগ আগে তিস্তাচুক্তিও হয়নি মমতা বিরোধিতায়। মমতার দাবি, যুক্তরাষ্ট্র কাঠামো মানছে না মোদী সরকার। তিস্তা চুক্তির মতো ফরাক্কা জলবণ্টন চুক্তিও কি তবে পুনর্নর্বীকরণ হবে না?

Advertisement
POST A COMMENT