Advertisement

Captured Tiger Released Into the Wild in Sundarban: কুমিরমারির বাঘিনীকে যখন ছাড়া হল জঙ্গলে, দেখুন

গোসাবার কুমিরমারিতে লোকালয়ে ঢুকে পড়া বাঘিনীকে ছাড়া হল সুন্দরবনের গভীর জঙ্গলে। শনিবার সন্ধ্যায় কুমিরমারির বাগনা কাছারি বাজার এলাকায় তারাপদ মণ্ডলের বাড়িতে ঢুকে পড়ে বাঘিনীটি। অবশেষে বন দফতরের কর্মীরা দুটি ঘুম পাড়ানি গুলি করে বাঘিনীকে নিজেদের আয়ত্তে আনেন। খাঁচা বন্দী করা হয় তাকে। গত প্রায় ৩৬ ঘণ্টা বাঘিনী অব্জারভেশনের পর তাকে সোমবার বিকেলে ছেড়ে দেওয়া হয় সুন্দরবনের পঞ্চমুখানি ২ এর গভীর জঙ্গলে।

Captured Tiger Released Into the Wild in Sundarban

Advertisement