scorecardresearch
 

VIDEO: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত ১

VIDEO: নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল গাড়ি, মৃত ১

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকল গাড়ি, ঘটনাস্থলেই মৃত (Death) ১। সোমবার সকালে দুর্ঘটনা (Accident) টি ঘটেছে জগদ্দল (Jagaddal) থানার ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস মোড়ে। গাড়ির ধাক্কায় দোকানে চা খেতে আসা এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম কুন্তী দেবী ( ৫২)। গুরুতর জখম হয়েছেন চায়ের দোকানদার, ৩৩ বছরের সুনীল সাউ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের কার্তিক মোটর ট্রেনিং স্কুলের গাড়িতে চেপে প্রশিক্ষণ নিচ্ছিলেন এক মহিলা। জগদ্দলের ফেরিঘাট থেকে ঘোষপাড়া রোডে উঠতেই টার্ন নিতে গিয়েই রাস্তার ধারে চায়ের দোকানে ধাক্কা মারে। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গাড়িটিকে আটকে রাখে। উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ এসে গাড়ি-সহ মহিলা চালককে আটক করে থানায় নিয়ে যায়।