অনুব্রত মণ্ডলের দেহরক্ষি সায়গল হোসেন ফের চর্চায় উঠে এসেছে। কে জানেন? কারণ সিবিআই নাকি সায়গলের যকের ধনের হদিস পেয়েছে। তার পরিমাণ প্রায় এক কোটি টাকা। আর তা সামনে আসতেই ফের খবরের শিরোনামে উঠে এসেছেন সায়গল। কীভাবে মিলল এই টাকা, বলবো। 7 জুন শেষ শুনানি হয়েছিল আসানসোল সিবিআই আদালতে। শুক্রবার ফের শুনানি ছিল। এদিন অবশ্য নেটওয়ার্ক সমস্যা থাকায় তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় ভার্চুয়াল শুনানি সম্ভব হয়নি আসানসোল সিবিআই আদালতে। কিন্তু সায়গল হোসেনের নতুন করে প্রায় এক কোটি টাকার সম্পত্তির একটি সিজার লিস্ট আদালতে জমা দেয় সিবিআই। আর তাতেই উঠে আসে সায়গলের এক কোটি টাকার সম্পত্তি।
CBI Provide Details On Saigal Hossain's Property