Advertisement

Tapas Saha: দুর্নীতির হদিশ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী দল

নিয়োগ দুর্নীতিতে কত যে টাকার খেলা হয়েছে তার কোনও ইয়েত্তা নেই। দুর্নীতির সেই হদিশ পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী দল। এবার CBI-র নজরে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টের আর্থিক লেনদেন। সিবিআই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, 2022-এর শুরুতে দু'মাসের মধ্যে প্রবীরের অ্যাকাউন্টে প্রায় দু'কোটি টাকার লেনদেন হয়েছে। এই টাকার উৎস কী? এর সঙ্গে তাপসের যোগ আছে কি না এবং এ ভাবে ঘুরপথে নিয়োগ দুর্নীতির টাকাই প্রবীরের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়েছে কি না যাবতীয় বিষয় খতিয়ে দেখছে সিবিআই। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এমনই সূত্রে খবর।

CBI Raids TMC MLA Tapas Saha's house

Advertisement