Advertisement

Mamata Banerjee: ফুচকার পর দার্জিলিঙে মোমো তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড় সফরে প্রতিবারই অন্যমুডে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়বাসীদের সঙ্গে মিলেমিশে যান। এবারের সফরে প্রথমেই ফুচকা বানিয়েছিলেন মমতা। এরপর বানালেন মোমো। রীতিমতো ময়দা মেখে, চাকি বেলুন নিয়ে বসে পড়েন মোমো বানাতে। নিজের হাতে মোমো বানিয়ে খাওয়ালেন তিনি। অনেকেই মোমোর প্রশংসা করলেন। এমনকি বিক্রেতা নিজেও মুখ্যমন্ত্রীর বানানো মোমো খেয়ে বললেন ভালই হয়েছে।

Chief Minister Mamata Banerjee made momos in Darjeeling

Advertisement
POST A COMMENT