Advertisement

VIDEO: বাবা মায়ের সঙ্গে বেলপাহাড়ী বেড়াতে এসে জলে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়ী (Belpahari) থানার ঘাগরা জলপ্রপাত এলাকায়। মৃত শিশুর নাম সমৃদ্ধ দাস, তার বয়স ৮ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের (Baruipara) দত্তপাড়া এলাকায়। মঙ্গলবার তার বাবা-মা ও পরিবারের অন্যান্য দের সাথে বারুইপুর থেকে ঝাড়গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার তারা গাড়িতে করে বেলপাহাড়ীর কয়েকটি এলাকা ঘুরে দেখে। এরপর তারা যায় ঘাগরা জলপ্রপাত এলাকায়। সেখানে যখন তারা ঘুরে দেখছিল সেই সময় কোনোক্রমে পা ফস্কে সমৃদ্ধ দাস ঘাগরা জলপ্রপাতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করার জন্য তার বাবা সুশান্ত দাস নেমে পড়েন। কিন্তু জলের এত স্রোত ছিল যে সমৃদ্ধ দাসকে উদ্ধার করা তার বাবার পক্ষে সম্ভব হয়নি। কোনক্রমে তার বাবা প্রাণে বাঁচলেও শিশুটি কে বাঁচানো যায়নি।

Advertisement