Advertisement

Chopra TMC: আহা কী সুন্দর, ​TMC-র অনুষ্ঠানে উর্দি পড়ে থানার IC-র গলায় উত্তরীয়

রাজনীতির মঞ্চে উর্দি পড়ে হাজির পুলিশের শীর্ষ আধিকারিক। গলায় TMC-র উত্তরিয়, বুকে ব্যাচ, জালাচ্ছেন প্রদীপ। যে ঘটনায় তোলপাড় পরে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার রাজনীতিতে। ঘটনায় তৃণমূলকে নিশানা বিরোধীদের। মঙ্গলবার চোপড়া হাই স্কুল মাঠে তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানে যোগ দিতে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ছিলেন চোপড়া থানার আই সি সঞ্জয় দাস। সেই ছবি ভাইরাল হতেই চোপড়া সহ জেলা জুড়ে শোরগোল পড়ে যায়। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে CPM। তারা বলেন, TMC-র সঙ্গে পুলিশের যোগ নতুন নয়। পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে নিয়ে গেছে।

Chopra IC is in controversy for presenting in TMC Program

TAGS:
Advertisement