স্থানীয় বিজেপি বিধায়ককে দেখে 'চোর চোর চোরটা, বিজেপির এম এল এ টা' এই শ্লোগান তুলল তৃনমূলের মিছিলে থাকা কর্মী সমর্থকরা। আর সেই শ্লোগানে গলা মেলালেন তৃনমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ১৬ নম্বর ওয়ার্ডে। এই ঘটনা সামনে আসতেই বাঁকুড়া শহর জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Chor Chor Slogan to Bankura assembly BJP Mla Niladri Sekhar Dana from the TMC procession in presence of TMC leader Sayantika Banerjee in Bankura town