Advertisement

VIDEO: সুন্দরবনে চালু হল 'চৌকাঠে ডাক্তার পরিষেবা'

রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) ইতিমধ্যেই বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার সুন্দরবনের (Sundarban) গোসাবার মতো প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের জন্য চালু হল 'চৌকাঠে ডাক্তার পরিষেবা (Chowkathe Doctor Project)।' এটা অবশ্য কোন সরকারি প্রকল্প নয়, তবে এই স্বাস্থ্য পরিষেবা কর্মসূচিতে রাজ্য সরকার সাহায্য করছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বনিকসভা ফিকি-র(ফেডারেশান অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের অ্যান্ড ইন্ড্রাস্ট্রিস) নজরদারিতে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে দ্বীপে শুরু হয়েছে এই ডিজিটাল ভাসমান স্বাস্থ্য পরিষেবা।

Chowkathe Doctor Project launched in Sundarban

Advertisement