Advertisement

Christmas Celebration at Bandel Church: বড়দিনে ভিড় ব্যান্ডেল চার্চে

বড়দিন ও ইংরেজি নববর্ষের প্রথম দিন নিরাপত্তার খাতিরে ব্যান্ডেল চার্চের গেট সাধারনের জন্য বন্ধ রাখা হয়। কিন্তু উৎসব মুখর বাঙালীকে রোখা সম্ভব নয়। প্রতি বছরই বন্ধ ব্যান্ডেল চার্চকে বাইরে থেকে দেখতেই ভিড় উপচে পরে। এবারেও তার ব্যাতিক্রম হলো না। সকাল থেকেই হাজার হাজার মানুষ ব্যান্ডেল চার্চে এসে উপস্থিত হয়েছেন।

Christmas Celebration at Bandel Church

Advertisement