Christmas 2023-Digha Sea Beach: সমুদ্র সৈকতে বড়দিন উদযাপন বাঙালির, দিঘায় উচ্ছ্বাস-উল্লাস
Christmas 2023-Digha Sea Beach: সমুদ্র সৈকতে বড়দিন উদযাপন বাঙালির, দিঘায় উচ্ছ্বাস-উল্লাস
- দিঘা,
- 25 Dec 2023,
- Updated 6:49 PM IST
বড়দিনে ওল্ড দিঘা, নিউ দিঘায় ভিড় জমিয়েছেন পর্যটক। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সমুদ্র স্নানে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর ছিল পুলিশের। সকাল থেকেই বহু মানুষ সানন্দে কাটিয়েছেন বড়দিন।