Advertisement

Purba Bardhaman: হাসপাতালে রক্ত নেই! ভগবানের মতো রক্ত দিয়ে মৃতপ্রায় মহিলাকে বাঁচালেন Kalna র Civic Volunteer

আপনাদের নিশ্চই আরজিকর কাণ্ড আপনাদের মনে আছে। যেখানে সিভিক ভলান্টিয়ার অভিযুক্ত হয়েছিল। এরপর রাজ্যে বহুবার সিভিক ভলান্টিয়াররা ঘুষ নিয়েছে, মহিলাদের সঙ্গে নোংরামির কাণ্ড ঘটিয়েছে। কোথাও যেন সিভিক ভলান্টিয়ার সম্পর্কে ধারণাটা পাল্টে যাচ্ছিল। তবে এবার অন্যরকম এই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে এই ভিডিওতে আপনাদের পরিচয় করাবো। তাঁর সম্পর্কে জানলে আপনিও গর্ব বোধ করবেন।

Civic volunteer donate blood to a woman

Advertisement