পড়শি রাজ্য ওড়িশার বাঘ নাকি আবারও ঢুকে পড়ছে বাংলায়। কিছুদিন আগে জিনত নামের এক বাঘিনীকে ধরতে কালঘাম ছুটেছে রাজ্যের বনদফতরের। বিষয়টিতে কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বিষয়টি নিয়ে বলেন, "আমাদের বনকর্মীরা ৫ রাত না ঘুমিয়ে কাজ করেছেন। পাঁচটি জেলা কার্যত আতঙ্কে বন্ধ ছিল। মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, স্কুল বন্ধ করতে হয়েছিল। আমরা দিনরাত খেটে উদ্ধার করলাম, আর সঙ্গে সঙ্গে ফেরত দাও-ফেরত দাও।" মুখ্যমন্ত্রী ওড়িশাকেই এবার বাঘের উদ্ধারকাজ করার পরামর্শ দিয়েছে।