রাজ্য রাজনীতিতে চলছে 'বাংলা ভাষা' তরজা। সেই বাংলা ভাষা নিয়েই অমিত মালব্যের পোস্টকে নিশানা মমতার। এদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কামারপুকুরে রামকৃষ্ণ মঠে বক্তৃতা দেন। এখান থেকেও বাংলা ভাষা নিয়ে বিজেপির রাজনীতিকে নিশানা করলেন মমতা। বলেন, "বাংলা বলে কোনও ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়? ....আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মানও করার চেষ্টাও করবেন না।"