বীরভূমে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বানভাসি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। সেখানে একটি প্রশাসনিক বৈঠকও করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বলেন, "গ্রামীণ রাস্তায় গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে, বিধায়কদের নির্দেশ দিয়েছে, রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের এক কোটি টাকা স্কুল মেরামতি, আর চার কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। বাকি আমরা পঞ্চায়েত দফতর থেকে সার্ভে করে দেখে নেব। যতটা সম্ভব করতে পারব।" কেন্দ্রকে বিঁধে তিনি এদিন বলেন, "গ্রামীণ রাস্তায় গ্রামীণ অঞ্চলের রাস্তা যা ভেঙে গিয়েছে, বিধায়কদের নির্দেশ দিয়েছে, রাস্তা সারাইয়ের জন্য বরাদ্দ টাকা সম্পূর্ণটাই খরচ হবে। এমপি খাতের এক কোটি টাকা স্কুল মেরামতি, আর চার কোটি টাকা রাস্তা মেরামতিতে খরচ হবে। বাকি আমরা পঞ্চায়েত দফতর থেকে সার্ভে করে দেখে নেব।"