Advertisement

Mamata Banerjee: 'এটা জমিদারি নাকি... কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয়? ক্ষুব্ধ মমতা যা নির্দেশ দিলেন

পর্যটকদের কাছ থেকে টাকা নেওয়া হয় শুনে রেগে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, রাজাভাতখাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে মোটা টাকা ‘ফি’ নেওয়া হয়। গাড়ি নিয়ে এলে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার টাকা খরচ হয় পর্যটকদের। মুখ্যমন্ত্রী এটা শুনে রেগে যান, তিনি বলেন, 'ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেদের কী ভাবে? ভগবান জানে! নিজেদের মতো প্ল্যান করে এরা। নিজেদের মতো অ্যাকশন করে। সাধারণ মানুষ তো এটা বুঝবেন না। তাঁরা তো আমাদের দোষ দেবেন। এটা কি জমিদারি না কি? ফরেস্ট কি সরকারের বাইরে?’’ মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের কোনও ‘ফি’ দিতে হবে না। ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত হবে।

Advertisement
POST A COMMENT