Advertisement

Posto Price West Bengal: পোস্তর দাম অনেকটা কমছে নাকি?

পোস্তর দাম কি কমবে? বহুমূল্য ওই খাবার খাওয়া বর্তমানে একপ্রকার বিলাসিতা। এহেন পোস্তর বাংলায় দাম কমানোর উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান, পশ্চিমবঙ্গও পোস্ত চাষের অনুমোদন পাক। কেন্দ্রের এই অনুমোদনের জন্য বিজেপি-কেও আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর কথায়, 'আলু পোস্ত, পোস্তর বড়া খান না? তা হলে ৪টি রাজ্যে কেন চাষ হবে? আমাদের কেন চাষ করতে দেওয়া হবে না? বিরোধী বন্ধুরাও বলুন। সব পোস্তয় নেশার জিনিস তৈরি হয় না।'

Advertisement
POST A COMMENT