আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন বন্ধ করার জন্য ডাক্তারদের বেতন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'নির্ভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন ডাক্তাররা। তাঁরা যাতে আর আন্দোলন না করেন সেজন্য টাকা বাড়ানো হয়েছে। তবে ডাক্তারদের থেমে গেলে চলবে না। তাঁদের আন্দোলন চালিয়ে যেতে হবে।'