Advertisement

Bengal Weather: আবহাওয়ার মেগা আপডেট! আগামী 48 ঘণ্টায় জাঁকিয়ে শীত নাকি ফের তরতরিয়ে বাড়বে গরম?

বাতাসে ঠান্ডার আমেজ অব্যাহত। এই পরিস্থিতিতে আহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশি ভাগ জেলায় উত্তর দিক দিয়ে হওয়া প্রবেশ করছে। তার প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রায় অনেক জায়গাতেই স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। আপাতত দিন সাতেক পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার থেকে সকালের দিকে কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার শহর কলকাতা-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা চলছিল স্বাভাবিকের নিচে। আগামী এক সপ্তাহ কোথাও স্বাভাবিক, কোথাও আবার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা রয়েছে।

cold weather continues in west bengal

Advertisement