Advertisement

Winter Weather News : আবহাওয়ার হাড় কাঁপানো আপডেট! সাতদিনে হু হু করে কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা?

সকাল থেকেই ঠান্ডা আমেজ। সাদা কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্যের একাধিক জেলা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে ঠান্ডা কিছুটা কমেছে। তবে কনকনে ঠান্ডা ভাবটা কিছুটা হলেও উধাও। দিন কয়েক আগেই পারদ 15 ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। তবে পশ্চিমী ঝঞ্ঝায় ঠান্ডার আমেজ কিছুটা কমেছে। বড়দিন আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু এইসময়ে অন্যান্য বছরে যেভাবে জাঁকিয়ে শীত পড়ে, এবারে সেই ব্যাপারটা নেই। তবে ঠান্ডার আমেজ রয়েছে। বিশেষ করে রাত হলে ঠান্ডা পড়ছে।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাত দিন আবহাওয়া শুষ্কই থাকবে। আপাতত ঘন কুয়াশা বা জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না। সর্বনিম্ন তাপমাত্রা এক/দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে।

cold weather update ahead of christmas in bengal

Advertisement